গত কয়েক বছরের নির্বাচনের তুলনায় এবার সকল দলের মনোনয়ন ফর্ম বিক্রী হয়েছে আকাশ ছোঁয়া মূল্যে।প্রায় ২৬ কোটি টাকার মনোনয়ন ফর্ম বিক্রী করে আওয়ামীলীগ রয়েছে সাবার উপরে।বিএনপি একটি ফর্মের মূল্য ৫০০০ টাকা করে দরে তাদের বিক্রী হয়েছে প্রায় ১৭ কোটি টাকা।আওয়ামীলীগ ও বিএনপি এর পাশাপাশি জাতীয় পার্টি রয়েছে ফর্ম বিক্রী তৃতীয় নম্বরে।
মনোনয়ন ফর্ম বিক্রী ছাড়াও সকল দিক দিয়ে এবারের নির্বচনে আওয়ামীলীগ রয়েছে সাবার উপরে তাদের দলের হয়ে একটি আসনের জন্য রড়বে ১৮ জন প্রার্থী।তাই আওয়ামীলীগ দল করার জন্য অনেকটা বিপাকের মধ্যে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।
অন্যদিকে নির্বাচনের পূর্বে বিএনপি ও পুলিশের মধ্যে হামলার জন্য বিনপির নেতাকর্মীরা সুষ্ঠ নির্বাচন হবে কী না তা নিয়ে সংশয়ে রয়েছেন।তাছাড়াও বিনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে।তিনি আরও বলেন সুষ্ঠ নির্বাচন করার জন্য আমাদের নেতৃকে মুক্তি দিতে হবে।
নির্বাচনের পূর্বে দুই গুপের মধ্যে চলছে পাল্টা জবাব।
মনোনয়ন ফর্ম বিক্রী ছাড়াও সকল দিক দিয়ে এবারের নির্বচনে আওয়ামীলীগ রয়েছে সাবার উপরে তাদের দলের হয়ে একটি আসনের জন্য রড়বে ১৮ জন প্রার্থী।তাই আওয়ামীলীগ দল করার জন্য অনেকটা বিপাকের মধ্যে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।
অন্যদিকে নির্বাচনের পূর্বে বিএনপি ও পুলিশের মধ্যে হামলার জন্য বিনপির নেতাকর্মীরা সুষ্ঠ নির্বাচন হবে কী না তা নিয়ে সংশয়ে রয়েছেন।তাছাড়াও বিনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে।তিনি আরও বলেন সুষ্ঠ নির্বাচন করার জন্য আমাদের নেতৃকে মুক্তি দিতে হবে।
নির্বাচনের পূর্বে দুই গুপের মধ্যে চলছে পাল্টা জবাব।
0 Comments