Header Ads Widget

Responsive Advertisement

কবিতার নাম যুবক

কবিতার নাম যুবক


যুবক
আমি এক যুবক
আমি চেতনা,আমি দীপ্ত
আমি প্রেরণা ও আলোর প্রদীপ,
আমি সাজানো বাগানোর ফূল,
আমি আগামী দিনের উন্নয়ন সিরী
আমি সংগ্রামী ও শক্তি।
আমি অন্যায়ের প্রতিবাদ করী,
আমি ন্যায়ের পূজারী,
আমি দুরবার আমি ধুরন্ত।
আমি পরিশ্রমি আমি মুক্ত চিন্তার-
অধিকারী।
আমি স্বপ্ন বাস্তব করিতে-
ভালবাসি
আমি এক যুবক।।
লেখক:এ,কে,এম জহিরুল কাইয়ূম(শাকিল)

Post a Comment

0 Comments