Header Ads Widget

Responsive Advertisement

আন্দোলন কারীদের আমরা কিছুই বলছি না..................

দেশে কোটা বিরোধী ছাত্ররা রাজপথে আন্দোলন করে,আন্দোলন কারীরা বলছে আমাদের উপর পুলিশ হামলা করছে।আমরা পুলিশের দ্বারা প্রত্যেকবার হয়রাণির স্বিকার হচ্ছি। কিন্তু পুলিশ তা অস্বীকার করে বলছে আমরা আন্দোলন কারীরাদের উপর একট ফুলের টোকাও দিচ্ছি না,তাহলে এখানে কে মিথ্যা কথা বলছে চলুন দেখে আসি  ভিডিও থেকে


মোহাম্নদ:শরিফুল ইসলাম আমাদেরকে জানান  আমরা কথা বলতে এসেছি আমরা আমাদের অধিকারের কখা বলতে এসিছি।আমরা বলবোই......আমরা আজ মাঠে নেমেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা আমাদের অধিকার আদায় করবোই......তোমরা চাও আমাদের অধিকার কেড়ে নিতে।কিন্তু আমরা চাই আমাদের অধিকার আদায় করতে...... আামাদের অধিকার কেড়ে নিতে তোমরা লেলিয়ে দিয়েছ তোমাদের অস্ত্রধারী পান্ডা হামলা করেছ।আমাদের শান্ত দাবী আদায়ের মিছিলে নির্যাতন আর আটক করেছ শান্তিকামী ছা্ত্রদেরকে......কিন্তু তোমাদের লাঠিচার্জ, তোমাদের কাঁদানে গ্যাস তোমাদের টিয়ারশেল, আমাদের ফেরাতে পারবে না কারণ আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আজ রাজ পথে নেমেছি...... আমরা সিপাহী আন্দোলনের দূর্গ থেকে এসেছি আমরা এসেছি বায়ান্ন এর ভাষা আন্দেলন থেকে  আমরা একাত্তরের স্বাধীনতার মতো ছিনিয়ে আনবোই আমাদের ন্যায্য অধিকারতোমরা আমাদের কিছুতেই ফিরাতে পারবে না........।

Post a Comment

0 Comments