Header Ads Widget

Responsive Advertisement

বিক্ষিপ্ত ছাত্রজনতা চাকরিতে কোটা সংস্কারনের দাবি

বাংলাদেশে সরকারি  চাকরির ক্ষেত্রে রয়েছে কোটা ব্যাবস্হা যার মধ্যে অধিকাংশ রয়েছে মুক্তিযুদ্ধ কোটা ।মুক্তিযুদ্ধ সহ আরও অনেক কোটা ব্যবস্হা।সরকরি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্হা বেশি থাকায় সাধারণ শিক্ষার্থী তেমন চাকরি পাচ্ছে না।তাই চাকরিতে কোটা সংস্কারনের দাবিতে ছাত্ররা শাহবাগে অবস্হান নেন।
বিক্ষিপ্ত ছাত্ররা জানায় আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব।বিক্ষিপ্ত ছাত্ররা আরও বলে চাকরিতে কোটা ব্যবস্থা মেধাবীদের সাথে রাষ্ট্রের বঞ্চনা। তাই পাঁচ দফা দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এদিকে আন্দোলনরত ছাত্রদেরকে থামানোর জন্য পুলিশ তাদের উপর হামলা করে এত অনেক ছাত্ররা আহত হন। আন্দোলনরত ছাত্রদের মধ্যে একজন আমাদেরকে জানান ্ প্রয়োজন পড়লে আমরা ৫২র মতো রক্ত দিতেও রাজি আছি।
কোটা সংস্কারের দাবিগুলো হলো:
৥আন্দোলনকারীরা বলছে কোটার মধ্যে ৫৬% মুক্তিযোদ্ধাদের জন্য    বরাদ্দ(বরাদ্দকৃত ৫৬% কে ১০% আনা হেক)।
কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে শূন্য        পদে নিয়োগ দেওয়া।
চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার      করা যাবে না।
৥বিশেষ কোন পরীক্ষা নেওয়া যাবে না।
৥চকরির ক্ষেত্রে বয়স সীমা ৩২ করতে হবে।

Post a Comment

0 Comments